আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে
বাংলাদেশ স্কাউটস বেগমগঞ্জ উপজেলার ত্রৈ-বার্ষিক সম্মেলনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী বেগমগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হওয়া উক্ত নির্বাচনে প্রিজাইটিং অফিসার হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মো. মোহতাছিম বিল্লাহ ও সহকারী প্রিজাইটিং অফিসার হিসেবে ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম।
বেগমগঞ্জ উপজেলার শাখার মনোনীত ত্রৈ-বার্ষিক সম্মেলনের নির্বাচনে ১৩ টি পদে ৩২ জন প্রার্থীর মধ্যে মোট ৪১২ জন ভোটারের মধ্যে ৩৯৮ জন ব্যালটে ভোট প্রদানের মাধ্যমে ঐক্য পরিষদের প্যানেলে সভাপতি পদে মোঃ শামসুল এরফান, সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ ফারুক, মোঃ ওমর ফারুক, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ সোলেমান, কমিশনার পদে কাজী মোহাম্মদ মমিন হোসেন, সম্পাদক পদে মোহাম্মদ ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ পদে শাহনাজ বেগম, যুগ্ন সম্পাদক পদে রাশেদুল হাসান, মাধ্যমিক গ্রুপ কমিটির সভাপতি পদে মো. সফি উদ্দিন, মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রাথমিক গ্রুপ কমিটির সভাপতি পদে এবিএম রেজাউল শহীদ এবং মোঃ আবুল হাসেম উক্ত প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী লাভ করেন।
এসময় বেগমগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজনে নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার চেয়ারম্যান সাহেদ শাহরিয়ার, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার লাভলী।
এইছাড়াও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আবদুল আলিম ভূঁইয়া সুজন, হাসানহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ শাহাব উদ্দিন, কুতুবপুর ইসলামিয়া ফাজিল মাদরাসা অধ্যক্ষ ও নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা মীর মোশারফ মোঃ মোস্তফা। দক্ষিণ পশ্চিম একলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা মোহাম্মদ খায়রুল ইসলাম মামুন, কে. বি. ইউনিয়ন সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, ভোলাবাদশা সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের প্রধান শিক্ষক ও নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা মোঃ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এসময় বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন উক্ত প্যানেলকে নির্বাচিত সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
প্যানেলের নির্বাচনে বিজয়ী হওয়া শিক্ষকবৃন্দ বলেন, আগামীতে স্কাউটের জন্য নতুন কমিটির সকল সদস্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবেন। সেই সাথে স্কাউটিং কার্যক্রমকে স্বচ্ছ, জবাবদিহিতা ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।