বাইউস্ট পুরকৌশল বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি এর পুরকৌশল বিভাগ কর্তৃক স্প্রিং-২২ থেকে স্প্রিং-২৩ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে। গত মঙ্গলবার কুমিল্লার সৈয়দপুর আদর্শ নগর উপজেলার স্থায়ী ক্যাম্পাসে এই নবীন বরণ অনুষ্ঠান হয়। 

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিগ্রেডিয়ার জেনারেল কে.এম সালজার হোসেন এনডিসি পিএসসি। বিশেষ অতিথি হিসেবে হিসেবে ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ইমাম হোসেন।

প্রধান অতিথি ব্যস্ততার কারনে উপস্হিত না থাকায় উপাচার্যের বার্তাটি শিক্ষার্থীদের মাঝে প্রদর্শিত করা হয়। তিনি বলেন, পুরকৌশল শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করা জরুরি কোনো সুযোগ আসলে তা হাতছাড়া করা যাবেনা।

অনুষ্ঠানের বাইউস্ট পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের নিজস্ব পরিবেশনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের–এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক ছাত্র–ছাত্রী ছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তা, কর্মচারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share This Article