বানিয়াচংয়ে মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন

 হৃদয় খান, হবিগঞ্জ প্রতিনিধি ::

হৃদয় খান, হবিগঞ্জ প্রতিনিধি ::

বানিয়াচংয়ে মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে দু’দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়েছে।
৩০ জানুয়ারী সকাল ১০টায় মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়।
মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ১ নম্বর উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান খান পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ’র সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সুফিউর রহমান, নুরুজ্জামান চৌধুরী, ডাঃ মনিরুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আতাউর রহমান মিলন, সাজ্জাদুর শাহ সুমন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ঝুনু বেগম,ইকবাল হোসেন, অভিভাবক মঞ্জুর ইসলাম, মোতাব্বির হোসেন, অনুপমা গুপ্ত প্রমুখ।
৩০ ও ৩১ জানুয়ারী দু’দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
এ সময় ২০২১ সালে জাতীয় শিশু প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নুসরাত জাহান পুস্প কে সংবর্ধনা প্রদান করা হবে।
উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা করতে হবে।
এ সময় অভিভাবকদের উদ্দেশ্যে বক্তারা বলেন আপনার সন্তানকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে হলে নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করতে হবে।

Share This Article