ক্রাইম ডেস্ক ::
বান্দরবান ডিসি অফিসের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী কে ৩০০ পিস ইয়াবা সহ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
আজ ২৪ ফেব্রুয়ারি বেলা ১২ টায় বান্দরবান জেলাধীন সদর পৌরসভাস্থ পাসপোর্ট অফিস সংলগ্ন রাস্তায় এসআই মহিউদ্দিন আহমেদ, পিপিএম ( ২ এপিবিন, মেঘলা, বান্দরবান ) এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা ( আনুমানিক বাজার মূল্যঃ ৯০,০০০/- ) সহ বান্দরবান ডিসি অফিসে কর্মরত একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়।
আটককৃত আসামীর নাম এসএম হোছাইন টিটু ( বয়সঃ ৩০, পিতাঃ মৃত. জেড এ দিদার হোসেন, সাংঃ বাজার পাড়া, আলীকদম, বান্দরবান, স্থায়ী সাংঃ উত্তর ঘুনিয়া, ফাঁসিয়াখালী ইউপি, চকরিয়া, কক্সবাজার )
আটককৃত টিটুর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।