মালয়েশিয়ায় লোক পাঠানোর নামে প্রায় ৩ কোটি টাকা মানবপাচার ও আত্মসাতের অভিযোগে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)-এর সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বনানী থানায় দায়ের হওয়া এক মামলায় অভিযুক্ত ফখরুল ইসলাম ও তার সহযোগী জসিম উদ্দিনকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালায়। গোপনসূত্রে খবর পেয়ে মঙ্গলবার (১১ নভেম্বর) বিমানবন্দর এলাকা থেকে ফখরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তার সহযোগী জসিম উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আরইউএল ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মো. রুবেল হোসেন গত মঙ্গলবার (৪ নভেম্বর) বনানী থানায় এই মানবপাচার এবং অর্থ আত্মসাতের মামলাটি দায়ের করেন। এজাহারে তিনি ফখরুল ইসলাম এবং তার সহযোগী জসিম উদ্দিনের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ ও ২৮ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না দিয়ে আটকে রেখে নির্যাতনের অভিযোগ এনেছেন।
বাদী রুবেল হোসেন জানান, দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের সূত্র ধরে ২০২৩ সালের মে মাসে ফখরুল ইসলাম ও জসিম উদ্দিন মালয়েশিয়ার বিভিন্ন স্বনামধন্য কোম্পানিতে (যেমন- নিউ ভিশন গ্রীন ল্যান্ড এসএনডি, প্রিমভিনান ডান কেজুরটিউরান এসইইএ এসনডি, চাই চাং ফুড ইন্ডাস্ট্রি এসএনডি) শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে বলে তাকে জানান। শ্রমিকদের পাসপোর্ট প্রতি ৫ লাখ ৫০ হাজার টাকা চুক্তিতে ৫৫ জন কর্মীকে মালয়েশিয়ায় প্রেরণের জন্য তারা মোট ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা নেন।
অভিযোগ অনুযায়ী, চুক্তির পর আসামিরা মোট ২৮ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠান। তবে মালয়েশিয়ায় পৌঁছানোর পর ওই শ্রমিকদের প্রতিশ্রুতি অনুযায়ী কোম্পানিতে চাকরি দেওয়া হয়নি। বরং তাদের অন্যত্র নিয়ে আটকে রাখা হয় এবং ভয়ভীতি দেখিয়ে ও নির্যাতন করে পুনরায় টাকা দাবি করা হয়।
এই বিষয়টি জানার পর বাদী রুবেল হোসেন চাপ সৃষ্টি করলে শ্রমিকদের ছেড়ে দিতে বাধ্য হন আসামিরা। তবে কর্মীদের কাজের ব্যবস্থা না করে তারা টালবাহানা করতে থাকেন। এরপর বাদী তার পাওনা বাকি ১ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা ফেরত চাইলেও আসামিরা টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে হুমকি-ধমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি ফখরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে সোপর্দ করা হবে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
জানা গেছে, অভিযুক্ত ফখরুল ইসলাম একজন বিতর্কিত ব্যবসায়ী। তার বিরুদ্ধে আগেও প্রতারণা ও মানবপাচার আইনে বেশ কয়েকটি মামলা হয়েছিল। প্রতারণার মাধ্যমে বিদেশে লোক পাঠানোর এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের।
