‘বারবার অবস্থান পরিবর্তনের কারণে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারে বেগ পেতে হয়েছে’

বাংলাদেশ চিত্র ডেস্ক

ডিবির যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম জানান, অবস্থান বারবার পরিবর্তন করায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারে কিছুটা বেগ পেতে হয়েছে।

আজ (২৫ জুন) বুধবার নাসিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আটক পরবর্তী কিছু প্রক্রিয়া রয়েছে। তাই আজই তাকে আদালতে তোলা হবে কি না, তা নিশ্চিত নয়। রিমান্ডের বিষয়ে সিদ্ধান্ত নেবেন মামলার তদন্ত কর্মকর্তা।

তিনি বলেন, হাবিবুল আউয়ালের বিরুদ্ধে নির্বাচনের ফল পরিবর্তন ও প্রশাসনকে একটি নির্দিষ্ট দলের পক্ষে প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে বিএনপির পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ (২৫ জুন) বুধবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুপুরে রাজধানীর মগবাজারে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


Share This Article