
বরগুনার আমতলী উপজেলায় পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির ও হলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম লিমন হাওলাদারের নেতৃত্বে বিএনপিতে যোগ দেন তারা।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনের মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহিন, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল আহমেদ ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন, সদস্যসচিব মো. তুহিন মৃধা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সৈয়দ জহিরুল ইসলাম জহির, আমতলী পৌর বিএনপির আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির, সদস্যসচিব মো. জালাল আহমেদ খান। এ সময় জেলা ও আমতলী উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতারাসহ সনাতন হিন্দু ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপিতে যোগ দিতে আসা হিন্দু সম্প্রদায়ের পরিবারের তিশা রানি ও ঋষি কেশ চক্রবর্তী বলেন, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দীন ফকির ও হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লিমন হাওলাদারের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বিএনপিতে আমরা পাঁচ শতাধিক হিন্দু ধর্মাবলম্বী যোগদান করেছি।
হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লিমন হাওলাদার বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তারা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এখন দেশের উন্নয়নে শহীদ জিয়ার আদর্শে গড়া দল বিএনপির পতাকাতলে এসে পাঁচ শতাধিক হিন্দু ধর্মাবলম্বীরা বিএনপিতে যোগদান করেছেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল আহমেদ ফকির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে পাঁচ শতাধিক হিন্দু ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দিয়েছেন। তারা শপথ করেছেন ধানের শীষে ভোট প্রদান করবেন।
যোগদান অনুষ্ঠানের আগে বিকেল ৪টা থেকে বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা উপজেলা ও জেলা বিএনপির নেতাদের নিয়ে আমতলী উপজেলা শহরে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় হাজারো দলীয় নেতাকর্মী অংশ নেন।