বিএনপির নীতি ও আদর্শ নেতাকর্মীদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে: পুতুল

নাটোর প্রতিনিধি

বিএনপির নীতি ও আদর্শ নেতাকর্মীদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে: পুতুল

নাটোর প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল এসিস্ট্যান্ট ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিএনপির নীতি ও আদর্শ নেতাকর্মীদের অক্ষর অক্ষরে পালন করতে হবে। বিএনপির যে রোড ম্যাপ রয়েছে তা আমাদের সকলের অনুসরণ করতে হবে। কোনভাবেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। দলের সিদ্ধান্তই চূড়ান্ত।

বুধবার বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের গোপালপুর বাজারে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ র‌্যালি শেষে বক্তব্যে পুতুল এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, বিএনপি একটি আদর্শিক দল, যে দলের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এ দলের ডিসিপ্লিন দেখে সাধারণ মানুষ যাতে আকৃষ্ট হয়।

পুতুল বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি এখনো দেশের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ষড়যন্ত্র মোকাবেলায় দলের সাধারণ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আওয়ামী দোসরা সুযোগ পেলেই ছোবল মারবে। যা আমাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম লুলু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু প্রমুখ।

Share This Article