
সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপি নেতা মাহবুবুর রহমানকে একনজর দেখতে সাঁতরে ছুটে এলেন উৎসুক জনতা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার রিভারভিউ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ধর্মপাশা থেকে স্পিডবোটে করে নৌপথে জামালগঞ্জ পৌঁছান জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা মাহবুবুর রহমান।
ঘাটের কাছাকাছি পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাতে জড়ো হয় শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় ১০-১২ জন সমর্থক সাঁতরে গিয়ে মাহবুবুর রহমানের কাছে পৌঁছান। উপস্থিত জনতা ‘দেশনায়ক তারেক রহমান’ ও ‘মাহবুব ভাই’ স্লোগানে মুখর হয়ে ওঠেন।
হাজারো মানুষের ভালোবাসায় আপ্লুত হয়ে মাহবুবুর রহমান বলেন, আমি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে কাজ করে যাচ্ছি।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা আমি ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। এলাকাবাসী আমার আগমনের খবর পেয়ে ভালোবাসা জানাতে ছুটে এসেছে—এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।