
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ দাপে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৫ জুন মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত এক টানা বিরতীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। দুপুর ১২ টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো প্রায় নিম্নমুখী । দেখা যায় কিছুক্ষণ পর পর কয়েকজন ভোটার আসছেন এবং ভোট দিয়ে চলে যাচ্ছেন। বেশিরভাগ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়নি। ভোটার না থাকায় অলস সময় পার করছেন ভোটগ্রহণে নিয়োজিতরা।
কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখা যায়, সিংগারবীল ইউনিয়নের কাশিনগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে দুপুর ১২ টা পর্যন্ত মাত্র ভোট পরেছ ৩৯৬টি যা ১৪%। এই কেন্দ্র মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৫৫৯টি। এই দিকে শ্রীপুর ইসলামীয়া ফাজিল মাদ্রাসায় দুপুর ১২ টা পর্যন্ত ভোট পরেছে ৬৪৬টি যা ২৩%। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৫৬৬টি। পত্তন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুপুর ১ টা নাগাদ ভোট পরেছে ৬৬৪ টি যা ১৪%। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২১৬৪।
নির্বাচনে এই উপজেলায় ২ জন চেয়ারম্যান প্রার্থী ১০ জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। উল্লেখ্য এই উপজেলায় ১০ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১০ হাজার, ৫৩৮ জন। এরই মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯ হাজার ৮৪৫, নারী ভোটার ১ লক্ষ ৬৯৩ জন। ৭৮ টি ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত বিরতিহীন ভাবে ব্যালটের মাধ্যমে ভোট উৎসব অনুষ্ঠিত হচ্ছে।