![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম মিয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৩ মে) রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নিচ্ছেন সেলিম মিয়া। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা মতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কাকরাবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম মিয়াকে দলের সকল পথ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তার কোন রাজনৈতিক ও সাংগঠনিক সম্পর্ক নেই।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সেলিম মিয়া (ঘোড়া মার্কা) বলেন, জনগণের ভালোবাসার কাছে পরাজিত হয়েই নির্বাচন করছি।