বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক আসিফ আকবর

বাংলাদেশ চিত্র ডেস্ক

আসিফ আকবরের ছবি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া
আসিফ আকবরের ছবি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া

বিসিবি নির্বাচন নিয়ে দিনভর চলেছে আলোচনা-সমালোচনা। শেষ মুহূর্তে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। এরপর আজ বুধবার  বেলা ২টার দিকে চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তালিকায় দেখা যায়, ক্যাটাগরি ১-এ কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে একমাত্র ব্যক্তি হিসেবে আছেন আসিফ আকবর। চট্টগ্রাম বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থায় তিনজন থেকে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া বলা চলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হতে চলেছেন জনপ্রিয় এই গায়ক।

এদিকে, আজ যেন হিড়িক পড়ে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর। তামিম ছাড়াও নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির চার নেতার ছেলে।

মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, বরকতউল্লা বুলুর ছেলে ওমর শরীফ মো. ইমরান, সালাহউদ্দিন আহমদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু—প্রত্যেকেই আজ সরে দাঁড়ালেন। এর আগে মনোনয়নপত্র কিনলেও সেটি জমা দেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন।



Share This Article