১৩ নভেম্বর ঘিরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি এবং দেশজুড়ে অগ্নিসংযোগ ও সহিংসতার মধ্যে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল (ইংরেজি মাধ্যম) বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবার কোনও কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রথমে অনলাইনে ক্লাস নেবে বলে জানালেও পরে তা প্রত্যাহার করে নিয়মিত ক্লাস নেওয়ার কথা জানায়।
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা বেড়েছে। তবে শিক্ষার্থীদের দেওয়া নোটিশে বিশ্ববিদ্যালয়গুলো নিরাপত্তা শঙ্কার পরিবর্তে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করেছে।
জানা গেছে, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ইস্টার্ন ইউনিভার্সিটি এবং সোনারগাঁও ইউনিভার্সিটি অনিবার্য কারণে ১২ ও ১৩ নভেম্বর পর্যন্ত সব ক্লাস অনলাইন প্ল্যাটফর্মে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ বিভাগ অনলাইন ক্লাসের বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়গুলো পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এমন সিদ্ধান্ত নেয়নি বলে আমার ধারণা। তবে যদি এমন হয়ে থাকে তাহলে বিষয়টি হবে দুঃখজনক। অনলাইন ক্লাস চালুর বিষয়ে তারা আমাদের সঙ্গে পরামর্শও করেনি।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের রেজিস্ট্রার লে. কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.) বলেন, আমরা এখনও অনলাইনে ক্লাসের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেইনি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
