পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জার নেতৃত্বে একটি প্রতিনিধিদল রবিবার বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্বারোপ করেন।
পাকিস্তান প্রতিনিধিদলের এই সফরের মাধ্যমে উভয় দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে এবং দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর পাকিস্তানের উক্ত প্রতিনিধিদল ৫ দিনের সরকারি সফরের উদ্দেশ্যে বাংলাদেশে আগমন করে।
    