ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার মিশনে বাছাইপর্বে নিজেদের পঞ্চম ও টানা তিন জয়ে বিশ্বকাপ নিশ্চিত করার খুব কাছেই পৌঁছে গেছিলো বাংলাদেশ। তবে চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার বাড়িয়েছে অপেক্ষা। সেই অপেক্ষা শেষ হতে পারে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে টাইগ্রেসরা।ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার মিশনে বাছাইপর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। যেখানে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগ্রেসরা। বাছাইপর্ব থেকে টানা চার জয়ে ইতোমধ্যেই বিশ্বকাপে পা রেখেছে পাকিস্তান। আজ (শনিবার) সেই অপরাজেয় পাকিস্তানকে হারিয়েই বিশ্বকাপ নিশ্চিত করতে হবে নিগার সুলতানাদের। জয় পেলে নেই কোনো সমীকরণের মারপ্যাঁচ।
তবে হারলেও সুযোগ থাকবে। সেই ক্ষেত্রে ব্যবধান হতে হবে সামান্য। পাকিস্তানের কাছে কম ব্যবধানে হারলেও নিশ্চিত হয়ে যাবে ভারত বিশ্বকাপের মূল পর্ব। রানরেটে এগিয়ে থাকায় এই সুযোগ পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের নেট রান রেট এ মুহূর্তে ১.০৩৩। আজ সুযোগ আছে ওয়েস্ট ইন্ডিজেরও। তবে, নেট রানরেটে বেশি এগিয়ে থাকায় সুযোগ বেশি বাংলাদেশই। তবে সমীকরণ নয়, জয় দিয়েই বিশ্বকাপ নিশ্চিত করতে চায় দল।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গড়িয়েছে দুই দলের লড়াই। খেলা শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
সবশেষ ঢাকার মিরপুরে ২০২৩ সালের ১০ নভেম্বর খেলা ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল টাইগ্রেসরা। এখন পর্যন্ত খেলা ১৫ ম্যাচের মধ্যে সমান সাতটি করে জয় আছে দুই দলের। একটি ম্যাচ হয়েছে টাই।
বাংলাদেশ একাদশ : দিলারা আক্তার (উইকেটরক্ষক), ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস, রাবেয়া খাতুন ও মারুফা আক্তার।