
বিশ্ব নদী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে পলাশে মানববন্ধন অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব নদী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনাযতনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ্ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তারসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও মিডিয়া কর্মীবৃন্দ।
এদিকে উপজেলার ঘোড়াশালেও বিশ্ব নদী দিবসে শিতলক্ষা নদী বাঁচাও আন্দোলনের ব্যানারে পৌরসভা কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আল্ মুজাহিদ তুষার। এতে আয়োজক মাহবুব সৈয়দ ছাড়াও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আ: যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান মিয়া।
বোরহান মেহেদী