বীরমুক্তিযোদ্ধা ডাঃ এ বি এম জাফর উল্যাহর সাংবাদিকদের সাথে মতবিনিময়

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

 

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ডাঃ এ বি এম জাফর উল্যাহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

বেগমগঞ্জের চৌরাস্তা সংলগ্ন আলীপুরে তার নিজ বাস ভবনে এ মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় ডাঃ এবিএম জাফর উল্যাহ লিখিত বক্তব্যে বলেন, বর্তমানে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন বাহিনী গঠন করে একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড ও ছাত্রলীগ নেতা রাকিব সহ বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকান্ড করেছে এবং প্রকৃত ও ত্যাগী আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদ পদবী ও সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।

তিনি আগামীতে মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে একটি সুন্দর ও শোষনমুক্ত সংসদীয় আসন গড়ে তোলার লক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন চাইবেন। এ জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This Article