বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কাপ্তাইয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ

বাংলাদেশ চিত্র ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়া এলাকায় বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সপ্তাহব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ (সোমবার) সকাল ১১ ঘটিকার সময় কুকিমারা শিক্ষা ও উন্নয়ন সংস্থা কেন্দ্রে বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন। এক সপ্তাহ ব্যাপী বসত বাড়ির আঙ্গিনায় শাক সবজি চাষ প্রশিক্ষণের উদ্ভবনে তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুব ও যুব মহিলাদের নিয়ে অনেক কর্মসংস্থান করেছে, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিতে বেকার যুব,যুব মহিলাদের কর্মসংস্থানের লক্ষে সারা দেশব্যাপী যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে আসছে। যা একমাত্র বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তাভাবনার জন্যই আজ মানুষ বসতবাড়ির আঙ্গিনায় শাকসবজি চাষ করে আত্মকর্মী হয়েছে।

এ সময়
বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কাপ্তাই উপজেলা পর্যায়ে উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক
হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এম বাবুল। এ প্রশিক্ষণে ৩০ জন বেকার যুব মহিলা অংশগ্রহণ করে।

Share This Article