বেগমগঞ্জের কৃতিসন্তান ও সামাজিক ব্যাক্তি আলহাজ্ব জয়নাল আবেদীন মোল্লার দাফন সম্পন্ন

বাংলাদেশ চিত্র ডেস্ক

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জের কৃতিসন্তান, পশ্চিম রসুলপুর সেতুভাঙ্গা বাজার জামে মসজিদ কমিটির সভাপতি, বিভিন্ন ইসলামী বইয়ের লেখক, শিল্প উদ্যোক্তা ও বিভিন্ন সামাজিক সংগঠনের পৃষ্টপোষক আলহাজ্ব জয়নাল আবেদীন মোল্লা শুক্রবার ভোর ৬ টায় চট্টগ্রামের বাসায় বার্ধিক্য জনিত কারনে ইন্তেকাল করিয়াছেন।

মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৯০ বছর। মৃত্যুর সময় তিন, তিন ছেলে ও তিন মেয়ে সহ বহু গুনগাহি রেখে যান। তার মৃত্যুর খবর ছড়িতে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এবং দেশ ও বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক বার্তা প্রেরণ করতে শুরু করেন। এবং শতশত লোক তার নিজ বাড়িতে এক নজর দেখতে ছুটে আসেন।

এছাড়াও সেতুভাঙ্গা বাজার জামে মসজিদ কমিটি, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন, ব্যাংক এশিয়া সেতুভাঙ্গা শাখা, বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাব, নোয়াখালী উদ্যোক্তা পন্য উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ, বেগমগঞ্জ-সোনাইমুড়ী শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশন ও ইসলামী সমাজ কল্যাণ পাঠাগার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ এসে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও শোক বার্তা প্রকাশ করেন।

শুক্রবার  সকাল ১০টায় চট্টগ্রাম গ্রীনভিউ তার বাসার সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে, পরে বাদ আছর সেতুভাঙ্গা ওনার নিজ বাসার সামনে দ্বিতীয় জানাজার নামাজ এর ঈমামতি করেন তার দ্বিতীয় সন্তান বিশিষ্ট  শিল্পপতি আলহাজ্ব সাহাব উদ্দিন মোল্লা। জানাজার নামাজ শেষে ওনার নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উক্ত জানাজায়, বিশিষ্ট আলেমদ্বীন, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ডাক্তার, এডভোকেট, সাংবাদিক নেতা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় সহস্রাধিক এর অধিক লোক উপস্থিত থেকে নামাজ শেষে পরকালের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা করেন।

Share This Article