আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ঈদ উপলক্ষে বিবাহিত দল বনাম অবিবাহিত দলের মধ্যে একটি মনোমুগ্ধকর প্রীতি ক্রিকেট টুর্নামেমট খেলা অনুষ্ঠিত হয়েছে।
বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কলিম উল্লাহ মোলভী সাহেবের বাড়ির সামনে ক্রিকেট খেলার অতিথি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব মোহাম্মদ সুমন মিয়া।
খেলার শুরুতে অতিথি ও খেলার অধিনায়করা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তারা বলেন, এই খেলার উদ্দেশ্য হচ্ছে ঈদ আনন্দ ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ। এইছাড়াও শারীরিক ও মানসিক বিকাশে খেলার কোন বিকল্প নেই।
উক্ত খেলায় উভয় দলে ১৫ ওভারে ১৩ জন করে মোট ২৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রথমে টসে জিতে বিবাহিত দল ব্যাটিং করে ১ উইকেটে ৬৮ রান সংগ্রহ করে। এরপর অবিবাহিতরা ১২ ওভার সব উইকেট হারিয়ে ৬৩ রান করতে সক্ষম হয়।
অত্যন্ত মনোমুগ্ধকর এই প্রীতি ম্যাচের বিবাহিত দল ৫ রানে জয়লাভ করে এবং প্রীতি উপহার হিসেবে ১৫ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়। এই ছাড়াও উক্ত খেলায় সর্বোচ্চ রান দাতা হিসেবে শাখায়েত হোসেন সাদ্দামকে সম্মাননা প্রদান করা হয়।