বেগমগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টে অবিবাহিতকে হারিয়ে বিবাহিত’র জয়

বাংলাদেশ চিত্র ডেস্ক

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ঈদ উপলক্ষে বিবাহিত দল বনাম অবিবাহিত দলের মধ্যে একটি মনোমুগ্ধকর প্রীতি ক্রিকেট টুর্নামেমট খেলা অনুষ্ঠিত হয়েছে।

বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কলিম উল্লাহ মোলভী সাহেবের বাড়ির সামনে ক্রিকেট খেলার অতিথি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব মোহাম্মদ সুমন মিয়া। 

খেলার শুরুতে অতিথি ও খেলার অধিনায়করা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তারা বলেন, এই খেলার উদ্দেশ্য হচ্ছে ঈদ আনন্দ ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ। এইছাড়াও শারীরিক ও মানসিক বিকাশে খেলার কোন বিকল্প নেই। 

উক্ত খেলায় উভয় দলে ১৫ ওভারে ১৩ জন করে মোট ২৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রথমে টসে জিতে বিবাহিত দল ব্যাটিং করে ১ উইকেটে ৬৮ রান সংগ্রহ করে। এরপর অবিবাহিতরা ১২ ওভার সব উইকেট হারিয়ে ৬৩ রান করতে সক্ষম হয়। 

অত্যন্ত মনোমুগ্ধকর এই প্রীতি ম্যাচের বিবাহিত দল ৫ রানে জয়লাভ করে এবং প্রীতি উপহার হিসেবে ১৫ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়। এই ছাড়াও উক্ত খেলায় সর্বোচ্চ রান দাতা হিসেবে শাখায়েত হোসেন সাদ্দামকে সম্মাননা প্রদান করা হয়।

Share This Article