
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলার বানিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে সরকারী খালের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
চৌমুহনী বাজারের গোলাবাড়িয়ায় শুটকি মার্কেট ব্রিজের দুই পাশের সরকারী খালের জায়গায় বেগমগঞ্জ ভূমি কমিশনার আসিফ আল জিন্নাত এর নেতৃত্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ১৫ ধারা মোতাবেক তিন জনকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও পাচশত করে মোট পনেরশো টাকা অর্থ দন্ড করা হয়।
তারা হলেন, হাজিপুর ইউনিয়নের মৃত আবুল খায়ের ছেলে
মোশারেফ হোসেন (২৯), মৃত আহাম্মদ উল্যা ব্যাপারীর ছেলে নুরুজ্জামান (৬০), বানাবাড়িয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে আফতাব হোসেন সোহাগ (৩০)।
বেগমগঞ্জ ভূমি কমিশনার আসিফ আল জিন্নাত জানান,
সরকারি জায়গায় ও অবৈধ স্থাপনা উচ্ছেদ জনগণের স্বার্থে এমন অভিযান সবসময় অব্যাহত থাকবে।
এই সময় চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের সহ প্রশাসনের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।