আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নে ফ্যানের সাথে ওড়না পেঁছিয়ে আত্বহত্যা করেছে এক গৃহবধূ। নিহত গৃহবধূ মিয়াপুর মিরপাড়া গ্রামের হাজী বাড়ীর দুবাই প্রবাসী শাহাবুদ্দিন এর স্ত্রী তামান্না আক্তার।
সকালে বসত ঘরের রুমের ভিতর ফ্যানের সাথে গলায় ওড়না পেঁছানো অবস্থায় দেখতে পায় একই বাড়ির লোকজন। কিন্তু স্বাভাবিক ভাবে অনেকে ধারনা করছেন এটি আত্বহত্যা নয়। তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। যে অবস্থায় ঝুলিয়ে আছে এইভাবে আত্বহত্যা করতে পারে না। মৃত তামান্নার ছয় বছরের একটি ছেলে সন্তান ও দুই বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। সে তার শশুর আবুল কাশেম,শাশুড়ী, ননদ সহ বাচ্ছাদের নিয়ে শশুর বাড়ীতে একসাথে বসবাস করতেন।
নিহত তামান্না আক্তারের পিতা আবুল খায়ের ও স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক নানান কলহ হয়ে আসছে। এছাড়াও স্বামী শাহাবুদ্দিন এর সাথে তার আপন চাচীর সাথে প্রেমের সম্পর্ক রয়েছে অনেক বছর ধরে। এটা নিয়ে অনেক ঝামেলা ও সামাজিক ভাবে শালিসও হয়েছে। আমার মেয়েকে তার চাচী - শ্বশুর সহ হত্যা করেছে বলে অভিযোগ করেন তারা
ঘটনার সংবাদ পেয়ে বেগমগঞ্জ থানার ওসি তদন্ত ফরিদুল আলম ও এসআই আবু তাহের সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেন। তবে তারা জানায়, এটি একটি অস্বাভাবিক মৃত্যু বলে ধারনা করা হচ্ছে। পরে মৃত্যুর সঠিক কারন নির্নয়ের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। ময়না তদন্তের রিপোর্ট পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় পিতা আবুল খায়ের বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।