আজিজ আহমেদ, বেগমগঞ্জ প্রতিনিধি:
আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার, এই প্রতিবাদ্য কে ধারন করে মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে বুধবার ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহ সমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কাযক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উপলক্ষে বেগমগঞ্জ উপজেলা থেকে ভুমিহীন দের মাঝে ঘর প্রদান করা হয়। এরপর উপকার ভোগী গণের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন রায়, নির্বাহী অফিসার জনাব ইয়াসির আরাফাত, ওসি তদন্ত ফরিদুল আলম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নুর হোসেন মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিভাগীয় কর্মকর্তা সহ আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।