নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে পারিবারিক জায়গা সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে দোকান ভাংচুর, টাকা ছিনতাই এবং আহত করার অভিযোগ পাওয়া গেছে।
বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মজুমদার হাটের কাটাবন পাখি মেলা দোকানে শুক্রবার রাত আনুমানিক ৭ ঘটিকায় একই ইউনিয়নের চাপরাশি বাড়ির
নুরুল ইসলাম কালা মিয়ার ছেলে মোহাম্মদ বাবু, মোহাম্মদ রবি সহ আরো ৭/৮ জন দোকানে এসে একই বাড়ির মোহাম্মদ খোকন ও তার ছেলে শান্ত কে মারধর করে মারাত্মক জখম করেছে। একই সাথে দোকানের জিনিসপত্র ভাংচুর ও ক্যাশ থেকে নগদ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিয়ে যায় বলে জানা যায়। এরপর আহত পিতা এবং ছেলেকে প্রাথমিক চিকিৎসার জন্য বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এই ব্যাপারে মোহাম্মদ ভুক্তভোগী মোহাম্মদ খোকন ও তার ছেলে শান্ত জানায়, হঠাৎ করে কয়েকজন এসে কালা মিয়ার ফোন নাম্বার চাইলে আমার কাছে নেই বলি। তারপর তারা আবার ঘুরে এসে দোকানের শাটার বন্ধ করে এলোপাতাড়ি কিল ঘুসি মারতে থাকে। এক পর্যায় আমার দোকানের কয়েক জোড়া পাখি, কবুতর, এবং নগদ টাকা নিয়ে যায়। তাদের সাথে আমাদের আগে থেকে জায়গা জমি নিয়া বিরোধ চলে আসছে। হয়তো এই কারনে ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দ্যেশ্যে আক্রমণ চালায়।
অভিযুক্ত কালা মিয়ার ছেলে রবির সাথে মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমাদের এক কাস্টমার তাদের কাছে আমার বাবার নাম্বার চাইলে অকথ্য গালিগালাজ করে। তাই আমার কিছু বন্ধু এসে তাদেরকে মারধর করে চলে যায়। টাকা নেওয়ার বিষয় টি জানতে চাইলে কে বা কারা নিছে সেটি আমি জানি না।
মিরওয়ারিশপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহজান সাজু সহ বেগমগঞ্জ মডেল থানার এস আই আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বিষয়ে মোহাম্মদ খোকন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় ৩ জনকে আসামি করে আরো অজ্ঞাত ৭/৮ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন।