
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে দীর্ঘদিনের জায়গায় বিরোধের জেরে গাছ না কাটায় ঝড়ো বাতাসে গাছ উপড়ে পড়ে বসত ঘর বিধ্বস্তের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের
সিরাজ মিয়ার সর্দার বাড়ির সৌদি আরব প্রবাসী মোহাম্মদ সেলিম মিয়ার বসত ঘরে।
সরেজমিনে গেলে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঝড়-তুফান হলে গাছ ভেঙে উপড়ে পড়ে ঘরের চাল, দেয়াল ভেঙে যায়। এতে ঝড় বৃষ্টি হলে পানি পড়ে ঘরের আসবাবপত্র সহ জিনিসপত্র ভিজে সবকিছু নষ্ট হয়ে যায়।
ভুক্তভোগী মোহাম্মদ সেলিম মিয়া বলেন, একই বাড়ির তার চাচাতো ভাই প্রবাসী বেলাল মিয়ার সাথে দীর্ঘদিনের জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। ওই সম্পত্তির উপর একটি বড় নড়বড়ে গাছ রয়েছে। গাছের আশেপাশে আমার এবং আমার ভাইদের বসতঘর আছে। যেকোন সময় এই গাছ আমাদের বসত ঘরে উপড়ে পড়তে পারে। তাই গাছ কাটতে বললে তারা আমার উপর সবসময় চড়াও হয়। নানান হুমকি দুমকি দিয়ে আসছে। আজ আমার বসত ঘরে গাছ উপড়ে পড়েছে এবং আমার বসত ঘর নষ্ট হয়েছে। এখন বসত ঘরে থাকা দুষ্কর হয়ে পড়েছে। এতে ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে এবং প্রায় আনুমানিক দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে জানান তিনি।
অভিযুক্ত প্রবাসী বেলাল হোসেনের ছেলে আরাফাত হোসেন ও স্ত্রী খোদেজা বেগম জানায়, গাছ উপড়ে পড়াতে যে ক্ষতি হয়েছে সেটি আমরা পুরন করে দিবো। এটি নিয়ে যাতে বাড়াবাড়ি না হয় সে বিষয়ে অনুরোধ করেন।
এই বিষয়ে নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মেহেদী হাসান টিপু কে অবহিত করা হয়েছে। সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তিনি।