
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ বাংলাবাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতায় কাপড়, কসমেটিক্স,জুতা, টেইলার্স ও ক্রোকারিজ, বনিক শিল্প ব্যবসায়ীদের আয়োজনে র্যাফেল ড্র পুরস্কার বিতরণী অত্র বাজারের পূর্ব গলিতে অনুষ্ঠিত হয়েছে।
নজরুল ইসলামের সভাপতিত্বে সাইফুল ইসলাম, কামাল উদ্দিন, শরীফ ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, জিরতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামছুল ইসলাম লাভলু, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন মিন্টু ও বিশেষ অতিথি ছিলেন, বাংলাবাজার ব্যবসায়ী পরিচালনা পর্ষদের সভাপতি মো. হাসানুজ্জামান হাসান, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো. নজরুল ইসলাম।
শুরুতে ব্যবসায়ী সমিতি অতিথিদেরকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরন করে নেন। এরপর অতিথিদের বক্তব্যে বলেন, বাংলাবাজারের মতো এমন একটি বাজারে ব্যবসায়ী দের আন্তরিকতা ও পরিশ্রমের সহযোগিতায় প্রথম র্যাফেল ড্র হয়েছে সেটি যেনো সবসময় অব্যাহত থাকে। সেই সাথে এমন উদ্দ্যেগ প্রশংসনীয় বলে জানান অতিথিরাবৃন্দরা।
প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন
অতিথিরা। সেই সাথে সর্বোমোট আকর্ষনীয় ২০ টি পুরস্কার সহ পরে স্টুডেন্ট গ্যালারির সৌজন্যে আরো ৩ টি বাড়িয়ে মোট ২৩ টি পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানের স্পসরে ছিলেন মার্সেল টিভির শো-রুমের বিশিষ্ট ব্যবসায়ী মিল্লাত হোসেন সুমন।
এইছাড়াও আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি আবদুল মন্নান, সহ সভাপতি সাহেদ ইমাম বাপ্পি, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন, বাংলাবাজার বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা সহ আরো অনেকে।