বেগমগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ পরিবারেরমাঝে ঈদ উপহার

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা জাতীয় বাদী যুবদলের উদ্দ্যেগে গনতন্ত্র পুন: প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ করা হয়েছে ।

উপজেলা যুবদলের সদস্য সচিব মহি উদ্দিন রাজুর সঞ্চালনায় বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মো. রুস্তম আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বক্তব্যে অতিথিরা বলেন, আন্দোলন সময়ে আওয়ামী লীগ ও পুলিশের হাতে যারা শহীদ হয়েছেন তাদের সম্মানে নগদ অর্থ, সেমাই, চিনি, জামা সহ শহীদ পরিবারের মাঝে
এই ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়।

এই ছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য শামিমা বরকত লাকী, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. আহসান উল্লাহ, চৌমুহনী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা মহসিন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন বাবলু, যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ,
সহ জেলা, উপজেলার নেতৃবৃন্দ সহ আরো অনেকে।

Share This Article