
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের বিএনপির প্রধান কার্যালয়ে গ্যাস বিদ্যুৎ চাল ডাল তেল আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেল সহ কৃষি উপকরণ লাগামহীন মুল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গনতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে লিফলেট বিতরণ ও অবস্থান কর্মসূচি এবং ইফতার দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের সঞ্চালনায় অত্র ইউনিয়নের সভাপতি রফিক উল্লাহ পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপি সহ সভাপতি ওমর শরীফ মোহাম্মদ ইমরান সানিয়াত।
অবস্থান কর্মসূচির সময় অত্র ইউনিয়নের পন্ডিত বাজারে সাধারণ মানুষ সহ ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
অতিথিরা বক্তব্যে বলেন, এই সরকারের অধিনে কেও নিরাপদ নয়। দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের বাহিরে চলে গেছে। তাই সবাইকে সবার অবস্থান থেকে আন্দোলন করার আহবান জানান।
এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সভাপতি রুস্তম আলী, সদস্য সচিব মহি উদ্দিন রাজু।
অত্র ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি আবদুল হালিম, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তপন, উপজেলা যুবদলের সদস্য সুমন মিয়া, ইউনিয়ন সাবেক যুগ্ন আহবায়ক শহীদুল ইসলাম শহীদ, ইয়াছিন মিঝি, ফারুক হোসেন পারুল, ফারুক চৌধুরী, ইসমাইল হোসেন, শামীম, সেস্বাসেবক দলের সবুজ মির্জা, ইকবাল হোসেন সোহেল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সিনিয়র সভাপতি নাঈম উদ্দিন সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেস্বাসেবক দল, কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।