বেগমগঞ্জে বিসিক শ্বিল্প নগরীতে মিল্লাত এ্যালোমোনিয়াম ইন্ডাস্ট্রির শুভ উদ্ভোধন

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর প্রানকেন্দ্র বেগমগঞ্জের বিসিক শ্বিল্প নগরীতে মিল্লাত এ্যালোমোনিয়াম ইন্ডাস্ট্রির শুভ উদ্ভোধন করা হয়েছে।

প্রথমে দোয়া ও মিলাতের মাধ্যমে এবং মিষ্টিমুখ করে প্রতিষ্ঠানটি উদ্ভোধন করা হয়।

ইন্ডাস্ট্রিতে এ্যালোমোনিয়ামের সকল প্রকার সিট, সার্কেল ও যাবতীয় তৈজসপত্রের কাচামাল পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্নধার কাজি ছালেহ আহমদ।

বিসিক শিল্প নগরের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন এই বানিজ্যিক এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ী এখানে আসেন, ব্যবসায়ীদের সাথে ব্যবসা করেন।

এইসময় আরো উপস্থিত ছিলেন, বিসিক শিল্প নগরের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূইয়া, ব্যবসায়ী আব্বাস উদ্দিন হেলাল সহ আরও অনেকেই।

Share This Article