বেগম জিয়ার মুক্তি ছাড়া তারেক রহমানের একটা কর্মী থাকে নির্বাচন নির্বাচন খেলা আর হবে না : জয়নাল আবেদীন ফারুক

বাংলাদেশ চিত্র ডেস্ক

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি :

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান সহ ১৫ বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে ফরমায়েশি রায় বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক চীপ হুইফ ও সাবেক এমপি জয়নুল আবেদীন ফারুক। 

তিনি বলেন সরকারের মাথা ঘুরপাক খাচ্ছে। ক্ষমতা হারানো চিন্তা তাদেরকে এলোমেলো করে এখন মামলার রায় দিয়ে নেতাকর্মীদেরকে জব্দ করতে চাচ্ছে। কিন্তুু বাংলার মানুষ সেই সুযোগ দিবেনা। তিনি অতিদ্রুত বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে কঠোর হুশিয়ার উচ্চারণ করেন।

প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট জাকারিয়া, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুর রহিম। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম। বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জরুল আজিম সুমন, শাহজাহানের ছেলে আবু সালেহ মো সবুজ, নয় উপজেলা বিএনপির শ্রমিকদল, কৃষক দল, মৎস্য দল, যুবদল,ও ছাত্রদলে সহ নোয়াখালীর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকে। 

Share This Article