বেরোবির নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন সভাপতি বাসার ও সম্পাদক লিটন

বাংলাদেশ চিত্র ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

গত ২৯ মার্চ ২০২৩ খ্রি. বুধবার নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উদ্যোগে বার্ষিক নবীনবরণ,ইফতার মাহফিল, ও স্নাতকোত্তর বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আকাশ কুমার এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ নাজমুস সাকিব এর তত্বাবধানে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন হোসেন এর সঞ্চালনায়, সম্মানিত শিক্ষক উপদেষ্টা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান রিপন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী নেওয়াজ মোস্তফা, ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জনিয়ারানিং বিভাগের প্রভাষক ইফ্ফাত আরা বাঁধন, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মোঃ এহতেরামুল হক, রংপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতির অংশীজনদের উপস্থিতিতে নওগাঁ জেলা থেকে আগত (১৪ তম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।

ইফতার শেষে উপদেষ্টা ও অতিথিদের বক্তৃতা পর্ব এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এরপর ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মোঃ আবুল বাসার রনিকে সভাপতি এবং অর্থনীতি ১১ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ লিটন হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আগামী ২০২৩-২০২৪বর্ষের জন্য ঘোষণা করা হয়। পরিশেষে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।

Share This Article