অন্তর্বর্তী সরকারের বেশির ভাগ উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণভোট সংক্রান্ত বিষয়ে উপদেষ্টাদের মতামত নেন। বৈঠকে উপস্থিত বেশির ভাগ উপদেষ্টা একই তারিখে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা এই বিষয়ে তার ব্যক্তিগত মতামত প্রকাশ না করে কেবল অন্যদের মতামত শুনেন। সরকারের একাধিক সূত্র ডয়চে ভেলকে এই তথ্য নিশ্চিত করেছে। তবে রাজনৈতিক দলগুলো এই ইস্যুতে বিভক্ত অবস্থান নিয়ে রেখেছে।
এ বিষয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আমরা যে সিদ্ধান্তই নেব, সেখানে আমরা খুবই দৃঢ় থাকব। আর এই সিদ্ধান্ত খুব দ্রুতই নেওয়া হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার সকল প্রস্তাব গভীরভাবে বিশ্লেষণ করছে। দ্রুততার সঙ্গেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
