বেসরকারি ব্যবস্থাপনায় হজের বিশেষ প্যাকেজ ঘোষণা

বাংলাদেশ চিত্র ডেস্ক

বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এতে বিভিন্ন ধরনের হজ প্যাকেজের মূল্য বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ বিশেষ হজ প্যাকেজ ঘোষণা করা হয়। 

হজ প্যাকেজের তথ্য অনুযায়ী, বিশেষ হজ প্যাকেজের মূল্য ৫১ হাজার টাকা বৃদ্ধি করে ৭ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সাধারণ হজ প্যাকেজের মূল্য ২৭ হাজার টাকা বেড়ে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা।

এর আগে রবিবার সরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়। 

হজ প্যাকেজ-১ (বিশেষ) এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-৩ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুলাই ২০২৫ থেকে এবং চলবে ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

Share This Article