
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৫ জুন) দুপুরে সিংগারবীল ইউনিয়নের শ্রীপুর মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপস্থিত ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ভোট গ্রহণ স্বাভাবিক করেন। পরে চারটার দিকে ভোটগ্রহণ শেষ হয়।
আটককৃত দুইজন হলেন, শ্রীপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মো. ডালিম একই এলাকার মান্নার মিয়ার ছেলে নয়ন ভূঁইয়া।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে আমিসহ পুলিশের কয়েকটি টিম শ্রীপুর কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। দুইজনকে আটক করে বিস্তারিত জানার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।