চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণে আর কিছুক্ষণ পরই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এ ম্যাচে রোহিতদের হারাতে পারলে রিজওয়ানদের মোটা অঙ্কের অর্থ পুরস্কার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সিন্ধের গভর্নর কামরান খান তেসোরি।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (২৩ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।
ম্যাচের আগে পাকিস্তান দলকে অনুপ্রাণিত করতে পুরস্কারের ঘোষণা দিয়েছেন সিন্ধ প্রদেশের গভর্নর কামরান খান তেসোরি। ভারতকে হারাতে পারলে রিজওয়ানদের নিজের পকেট থেকে ১ কোটি রুপি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
কামরান খান তেসোরি বলেন, ‘আমি আশা করি দল তাদের সর্বোচ্চ পারফরম্যান্স প্রদর্শন করবে এবং জাতিকে গর্বিত করবে। যদি পাকিস্তান ভারতকে হারায়, তাহলে আমি নিজে থেকে দলকে ১ কোটি রুপি পুরস্কার দেব।’
গভর্নর কামরান খান তেসোরি পাকিস্তান খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান, তারা যেন সেরা প্রচেষ্টা করে এবং নিষ্ঠার সঙ্গে খেলেন। তিনি বলেন, ‘সমগ্র জাতি, আমিও তাদের জন্য প্রার্থনা করছি। আমরা নিশ্চিত জিতব। আমি নিশ্চিত যে, আমাদের দল পাকিস্তানের সম্মান বজায় রাখবে এবং তাদের পারফরম্যান্সের মাধ্যমে পুরো দেশকে আনন্দ দেবে।’
এর আগে আসরের শুরুটা ভারত জয়ে রাঙালে হেরেছিল পাকিস্তান। ফলে এ ম্যাচ জিতলে ভারতের সেমিফাইনাল একপ্রকার নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে বাঁচা-মরার লড়াই রিজওয়ানদের জন্য। হারলে ঘরের মাঠের টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা পড়বে তারা।