ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তালিকা সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ চিত্র ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি খবর—আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে করা ১০টি চুক্তি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে। 

এমনকি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার যাচাইকৃত ফেসবুক পেজেও ওই বিষয়ে একটি তালিকাসহ পোস্ট দেন।

তবে বিষয়টি সঠিক নয় বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 

তিনি বলেন, ভারতের সঙ্গে কেবল একটি চুক্তি—জিআরএসই কোম্পানির সঙ্গে ট্যাগ বোট কেনা সংক্রান্ত—বাতিল করা হয়েছে। বাকি চুক্তিগুলো বহাল আছে বা পর্যালোচনার পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যে তালিকাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে, তা সঠিক নয়। শুধু একটি চুক্তি—ট্যাগ বোট সংক্রান্ত—বাতিল হয়েছে।”

উপদেষ্টা আসিফের ফেসবুক পোস্টের বিষয়ে প্রশ্ন করা হলে তৌহিদ হোসেন বলেন, “তিনি চাইলে মন্তব্য না করলেও পারতেন। সেই তালিকার বেশিরভাগ তথ্যই ভুল।”

তৌহিদ হোসেন আরও জানান, ফেনী নদী ও কুশিয়ারা নদীর বিষয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এখনো কার্যকর রয়েছে। আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ আমদানির বিষয়ে পুনর্বিবেচনা চলছে, তবে নতুন কোনো চুক্তি হয়নি।

এর আগে রোববার (১৯ অক্টোবর) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন, ভারতের সঙ্গে সম্পাদিত ১০টি চুক্তি বাতিল হয়েছে এবং আরও কয়েকটি পুনর্বিবেচনার আওতায় রয়েছে।

সেই পোস্টে ত্রিপুরা–চট্টগ্রাম রেল সংযোগ, আশুগঞ্জ–আগরতলা করিডোর, ফেনী নদীর পানি ব্যবস্থাপনা ও ভারতীয় অর্থনৈতিক অঞ্চলসহ একাধিক প্রকল্পকে বাতিল বা স্থগিত হিসেবে উল্লেখ করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশি হত্যার ঘটনায় বাংলাদেশ যে চিঠি পাঠিয়েছে, তার কোনো উত্তর এখনো পায়নি সরকার।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সব দাবি বাস্তবায়ন করা সরকারের পক্ষে সম্ভব নয়।

Share This Article