ভারত সফরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

বাংলাদেশ চিত্র ডেস্ক

৪ দিনের সফরে ভারতে গেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সফরসঙ্গী হয়েছেন, স্ত্রী মার্কিন সেকেন্ড লেডি ভারতীয় বংশোদ্ভুত ঊষা ভ্যান্স, তাদের তিন সন্তান এবং মার্কিন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা।

আজ (২১ এপ্রিল) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সফরের প্রথম দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন ভ্যান্স।

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক শক্তিশালী করা ও দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি চূড়ান্তের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে। অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অগ্রাধিকার নিয়েও আলোচনা করবেন তারা।

আলোচনায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশ নেবেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এটিই জেডি ভ্যান্সের প্রথম ভারত সফর।

তার এই সফরে শুল্ক নিয়ে জটিলতা মিটতে পারে কি না তা নিয়ে চলছে জল্পনা।

Share This Article