ভালবাসি প্রেয়সী

বাংলাদেশ চিত্র ডেস্ক

ভালবাসি বলেই, 

সহ্য করি শত অভিযোগ। 

ভালবাসি বলেই, 

বারে বার ফিরে আসি। 

ভালবাসি বলেই, 

শত দুঃখের মাঝেও তোমায় খুজি।

চাইলেই পারো দুরে কোথাও ঠেলে দিয়ে,

চলে যেতে অন্দরমহলে। 

এটা-ওটা বলে, অভিযোগের সুরে 

যেতে পারো গহীন অরন্যে। 

ভালবাসি আর ভালবাসো 

দুটো কে এক করে 

থাকতে পারি একজনম। 

হোক না শত রাগ-অভিমান 

হোক ঝগড়া-ঝাটি। 

তবুও একে অপরকে ভালবাসি। 

মান- অভিমান, ঝগড়া 

হতে থাকুক। 

ভালবাসা বাড়তে থাকুক। 

ছেড়ে যাওয়ার কথা 

মুখে না আসুক। 

দুটি মানুষের ভালবাসায় 

পূর্নতা আসুক৷

Share This Article