ভালুকায় পাঁচ দফা দাবি বাস্তবায়নে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ চিত্র ডেস্ক

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি বাস্তবায়ন ও জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ভালুকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভালুকা শাখা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ভালুকা পাইলট হাইস্কুল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা মোবারক হোসেন। পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদুর রহমান শাহীন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জামায়াতের মনোনীত জাতীয় সংসদ প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর ছাইফ উল্লাহ পাঠান ফজলু। এছাড়া উপজেলা জামায়াতের হবিরবাড়ি ইউনিয়নের আমীর জহির উদ্দিন মো. বাবর, ড. হাফেজ আবুল কাশেম ও হাসানুল হক মিতুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Share This Article