ভালুকায় প্রবাসীর জমি দখলের চেষ্টা, ২০ লাখ টাকা চাঁদার অভিযোগ

বাংলাদেশ চিত্র ডেস্ক

ময়মনসিংহের ভালুকায় সৌদি প্রবাসীর বসতভিটা ও পারিবারিক কবরস্থানের জমি দখলের চেষ্টা এবং ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী আনছারুল হক (৪০) বাদী হয়ে ১০ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাজৈ এলাকার সৌদি প্রবাসী আনছারুল হক দীর্ঘ ২৫ বছর ধরে প্রবাস জীবনযাপন করছেন। দেশে না থাকার সুযোগে স্থানীয় কিছু প্রভাবশালী তার জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। ছয় মাস আগে তিনি দেশে এসে বসতভিটা ও পারিবারিক কবরস্থানের জমিতে পাকা বাউন্ডারি নির্মাণ শুরু করলে অভিযুক্তরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

গত ২৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িতে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং নির্মাণাধীন বাউন্ডারির পিলার ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করে। এ সময় বাধা দিলে প্রবাসী ও তার পরিবারকে খুন-জখম ও উচ্ছেদের হুমকি দেওয়া হয়।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—মৃত আত্তস আলীর ছেলে আঃ আজিজ মন্ডল (৬০), মৃত আঃ কাদেরের ছেলে লিটন মন্ডল (৪৮), মৃত আঃ রহমানের ছেলে ইসমাইল হোসেন মেঘু (৫৮), মন্নাছের ছেলে আঃ খালেক (৫৩), মৃত রজব আলীর ছেলে রফিকুল ইসলাম রবি (৫০), আঃ খালেকের ছেলে সবুজ (৩৩), মৃত আঃ রহমানের ছেলে নবি হোসেন (৫২), ইসমাইল হোসেন মেঘুর ছেলে সোহেল মিয়া (৩৫), মৃত মন্নাছের ছেলে আঃ মালেক (৫১) এবং মৃত আঃ রহমানের ছেলে মনির হোসেন (৪৮)।

এ বিষয়ে অভিযুক্ত আঃ আজিজ মন্ডলের সঙ্গে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “চাঁদা দাবি ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা।”

অভিযোগ দায়েরের পর ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং উভয় পক্ষকে জমির কাগজপত্রসহ থানায় হাজির হওয়ার নির্দেশ দেন। আনছারুল হক তার কাগজপত্র নিয়ে থানায় উপস্থিত হলেও অভিযুক্তরা থানায় আসেনি বলে জানা গেছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share This Article