
যে মারুফাকে নিয়ে বিশ্বকাপে এত আলোচনা, তাকে নিয়েই হঠাৎ দুশ্চিন্তায় বাংলাদেশ। চোটের শঙ্কায় দেখা দেয় অনিশ্চয়তার কালো মেঘ। তবে সেই মেঘ কেটে গেছে, ভালোই আছেন মারুফা আক্তার।
কোনো রকম চোট নেই বলে জানিয়েছেন দলের ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ। স্ক্যান করার প্রয়োজন হয়নি বলে জানান নারী ক্রিকেটের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন।
জানা গেছে, বুধবার বিশ্রাম নিলে পুরোপুরি ফিট হয়ে যেতে পারেন মারুফা। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার (১০ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে বাধা নেই তার, জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে গতরাতে চোটে পড়েন মারুফা আক্তার। ভালো শুরুর পরও তাও শেষ পর্যন্ত ইংল্যান্ড ম্যাচে পুরো ১০ ওভার বল করতে পারেননি তিনি।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জোড়া উইকেট নেয়া মারুফা গুয়াহাটিতেও ভালো শুরু পান। মাত্র ৫ ওভারে ২৮ রান খরচায় মারুফা তুলে নেন ২ উইকেট। এমি জোনস ও ট্যামি বিয়ামন্টকে ফিরিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলেন তিনি।
তবে পঞ্চম ওভারের শেষ দিকেই পায়ের পেশিতে টান অনুভব করায় আর বোলিং চালিয়ে যেতে পারেননি এই পেসার। অন্যদিকে ম্যাচটিও শেষ পর্যন্ত ৪ উইকেটে জিতে নেয় ইংল্যান্ড।
এদিকে প্রশ্ন উঠতে থাকে মারুফার চোট নিয়ে, পরবর্তী ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে তো? উত্তর মিলেছে দ্রুতই, জানা গেছে ভালো আছেন মারুফা। যদিও নারী দলের চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।