সম্প্রতি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক আফতাবুজ্জামান ভিকিটিয়াকে ভুয়া ওয়েবসাইট বলে উল্লেখ করে দৈনিক জালালাবাদকে একটি ইমেইল পাঠিয়েছেন। ইমেইলে তিনি ভিকিটিয়ার প্রতিষ্ঠাতা পারভেজ হুসেন তালুকদারকে উইকিপিডিয়ার সাক-পাপেট হিসেবে দাবি করেন এবং ভিকিটিয়াকে অবিশ্বস্ত বলে উল্লেখ করেন।
এই মন্তব্য জানাজানি হলে, ভিকিটিয়ার নিয়ন্ত্রণকারী সংগঠন এক নিন্দা বার্তা জারি করে। সংগঠনের সহ-সভাপতি স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, "ভিকিটিয়া কোনো ভুয়া বিশ্বকোষ নয়। এটি একটি অলাভজনক, উন্মুক্ত এবং স্বতন্ত্র বিশ্বকোষ যা বাংলা ভাষার জ্ঞান সমৃদ্ধ করতে কাজ করছে।" তিনি আরও দাবি করেন, ভিকিটিয়া একটি স্বতন্ত্র উদ্যোগ।
ঘটনার সূত্রপাত ভিকিটিয়ার বিষয়ে একটি প্রতিবেদন দৈনিক জালালাবাদে প্রকাশিত হয়। প্রতিবেদনে ভিকিটিয়ার কার্যক্রমের প্রশংসা করা হয়েছিল। এর বিরোধিতা করে আফতাবুজ্জামান ইমেইলটি প্রেরণ করেন। বিষয়টি জানার পর ভিকিটিয়া পরিষদ তীব্র প্রতিবাদ জানায় এবং দৈনিক জালালাবাদকে ভিকিটিয়ার প্রতি প্রকাশিত খবরকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানায়।
বাংলা ভাষার এই দুই বিশ্বকোষের মধ্যে এই মতবিরোধ একটি বড় বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে বাংলা ভাষায় মুক্ত জ্ঞানভাণ্ডার তৈরির উদ্যোগে বিভাজন তৈরি হতে পারে।