
সম্প্রতি বাংলাদেশি শ্রমিক ও পর্যটকদের ওপর সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি খবর ছড়িয়ে পড়লে এর বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছে আবুধাবিতে অবস্থিত ঢাকার দূতাবাস।
অনলাইনে ভিসা সংক্রান্ত সংবাদ শেয়ার করার সময় নাগরিকদের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশি কর্মকর্তারা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিত্তিহীন ভিসা নিষেধাজ্ঞার গুজবে কান না দিতেও পরামর্শ দিয়েছেন তারা।
দুবাই ভিত্তিক গাল্ফ নিউজের খবরে বলা হয়েছে, সম্প্রতি অনলাইনে এমন একটি খবর ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয় আগামী বছর থেকে ইউএই কিছু দেশের নাগরিকদের, যার মধ্যে বাংলাদেশিরাও রয়েছে, ভিসা দেওয়া বন্ধ করবে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রকাশ্যে স্পষ্ট করেছেন যে এসব খবর কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে পাওয়া নয়।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের বহু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা সম্পর্কিত সংবাদ প্রকাশ করেছে, যেখানে সবাই মূলত ‘ইউএইভিসা অনলাইন ডট কম’ নামের একটি ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েবসাইটকে প্রধান সূত্র হিসেবে উল্লেখ করেছে। দূতাবাস দৃঢ়ভাবে বলেছে এই ওয়েবসাইটের তথ্য সঠিক নয়। ইউএই কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো কোনো নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেয়নি।
দূতাবাস আরও উল্লেখ করেছে যে ‘ইউএইভিসা অনলাইন ডট কমে’ এ একাধিক অসঙ্গতি রয়েছে। সন্দেহ করা হচ্ছে ওয়েবসাইটটির রেজিস্ট্রান্ট ও টেকনিক্যাল কন্টাক্ট যুক্তরাজ্যে আর এর নিবন্ধন যুক্তরাষ্ট্রভিত্তিক। আবার ওয়েবসাইটে দুবাইয়ের একটি ঠিকানা দেখানো হলেও ফোন নম্বরটি ভারতীয়। তাছাড়া, ওয়েবসাইটে দুবাইয়ের যে ঠিকানা দেওয়া আছে বাস্তবে এমন কিছুর অস্তিত্ব নেই। দূতাবাসের পর্যালোনায় দেখা গেছে এটি মূলত প্রতারক চক্র।
আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ এবং ইউএইতে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকদের প্রতি জোরালোভাবে আহ্বান জানিয়েছে যেন তারা এসব ভিত্তিহীন খবরে বিভ্রান্ত না হন এবং অনলাইনে কোনো কিছু প্রকাশ বা শেয়ার করার ব্যাপারে যেন আরও বেশি সতর্ক থাকেন।