ভুটানকে হারিয়ে শুভ সূচনা মেয়েদের

বাংলাদেশ চিত্র ডেস্ক

ভুটানকে হারিয়ে শুভ সূচনা মেয়েদের

স্পোর্টস ডেস্ক:


  • আপডেট সময়

    বুধবার, ২০ আগস্ট, ২০২৫


সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। গতকাল বুধবার থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ গোলে হারায় বাংলাদেশের কিশোরীরা। প্রথমার্ধে সৌরভী আকন্দ প্রীতির গোলে লিড পায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বাকি গোল দুটি করেন আলপি আক্তার।
১৯তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে পোস্ট ছেড়ে দ্রুত বেরিয়ে এসে প্রীতির শট ঠেকান গোলরক্ষক। ৩৩তম মিনিটে কর্নার থেকে বাংলাদেশের একজনের হেড গোললাইন থেকে ফেরান ভুটানের এক ডিফেন্ডার। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরিফা আক্তারের লং পাসে ডিফেন্ডারের প্রতিরোধ এড়িয়ে হেডে বল জালে জড়ান প্রীতি।
বিরতির পর গোলের ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ৪৮ মিনিটে বদলি নামা ইয়ারজান বেগমের শট ফিরিয়ে দেন ভুটানের গোলরক্ষক ওয়াংমো। ৫৪ মিনিটে বুলেট গতির শটে দলের ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার।
গোলের যোগানদাতা ফাতেমা আক্তার। ৫৯ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন দলের হয়ে প্রথম গোল করা সুরভী আকন্দ প্রীতি। ৬১ মিনিটে গোলের ব্যবধান কমায় ভুটান। বক্সের বাঁ প্রান্ত থেকে শট নেন ভুটানের কুয়েনদেন সোনাম। তবে সেই শট ফিরিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেঘলা। শট ফিরিয়ে দিলেও বল নিজের নিয়ন্ত্রনে রাখতে পারেননি তিনি। ফিরতি বলে রিনজিন দেমা ছোদেন গোল করে ব্যবধান কমান। ম্যাচের ৬৪ মিনিটে বক্সের ভেতর মামনি চাকমা ক্রস দেন পুর্নিমা মারমাকে। তার জোড়ালো শট ফিস্ট করে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভুটানের গোলরক্ষক। ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন আলপি আক্তার। কর্নার থেকে উড়ে আসা বল জটলা থেকে আলতো টোকায় জালে জড়ান আলপি।
দিনের প্রথম ম্যাচে নেপালকে ৭-০ গোলে হারায় ভারত। আগামীকাল ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Share This Article