ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

বাংলাদেশ চিত্র ডেস্ক

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন আজ শনিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এই সাক্ষাতে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

দ্বি-দিবসীয় রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তিনি সোমবার সকালে বাংলাদেশ ত্যাগ করে ভুটান ফিরে যাবেন।

 

Share This Article