জামায়াতে ইসলামির নেতারা রবিবার রাজধানীর একটি হোটেলে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে রবিবার সকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
উল্লেখ্য, শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছান শেরিং তোবগে। বিমানবন্দরে তাকে লালগালিচায় বরণ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
