শক্তিশালী ভূমিকম্পে রাজধানীর শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল-২ এর পলেস্তারা খসে পড়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঘটে যাওয়া ভূমিকম্পে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় রাজধানীর বংশালের কোশাইতলীতে ৫তলা ভবনের রেলিং পরে শিশু ও শিক্ষার্থীসহ ৩ জন পথচারী নিহত হয়েছেন। আরমানীটোলায় একটি বহুতল ভবন হেলে পড়েছে। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। এ ছাড়া খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদ সংলগ্ন একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের কিছু অংশ ভেঙে টিনশেড বাসার ওপর পড়ে দুইজন গুরুতরভাবে আহত হয়েছে। তাদের মেডিকেলে নেওয়া হয়েছে।
এদিকে রাজধানীর বাড্ডার লিংক রোডে একটি ভবন হেলে পড়েছে। সকাল ১০টা ৫৭ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সার্জেন্ট আনিসুর রহমান নামে এক পুলিশ অফিসারের পোস্ট করা স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে।
বারিধারা ব্লক-এফ, রোড-৫ এ একটি বাসা বাড়িতে আগুনের সংবাদ পাওয়া গেছে। বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে। আগুনটি ভূমিকম্পের জন্য কিনা তা জানা যায়নি।
সূত্রাপুরের স্বামীবাগে আট তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর স্টেশন ঘটনাস্থলে গেছে। এ ছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কলাবাগানের আবেদখালী রোড একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ১টি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
