ভূমিকম্পে হতাহতদের সহায়তায় ঢাকা জেলা প্রশাসন

বাংলাদেশ চিত্র ডেস্ক

ঢাকা জেলা প্রশাসন ভূমিকম্পে নিহত ও আহত ব্যক্তিদের জন্য বিশেষ আর্থিক সহায়তা চালু করেছে। নিহত ব্যক্তির পরিবারকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা আর আহতরা ১৫ হাজার টাকা সহায়তা পাবেন। 

শুক্রবার (২১ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম এই ঘোষণা দেন।

জেলা প্রশাসক জানান, ঢাকায় বসবাসরত কিংবা কাজের প্রয়োজনে ঢাকায় অবস্থানকালে ভূমিকম্পে নিহত-আহত যে কেউ এই সহায়তার জন্য আবেদন করতে পারবে। তবে সহায়তা পেতে সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশপত্র লাগবে।

নিহতের পরিবার আর আহত ব্যক্তি নিজে অথবা তাঁর পক্ষে হাসপাতালের পরিচর্যাকারী কিংবা নিকটাত্মীয় যোগাযোগ করতে পারবে ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে। যোগাযোগের জন্য নির্ধারিত নম্বর: ০১৭০০৭১৬৬৭৮।

জেলা প্রশাসন ভূমিকম্পে হতাহতদের স্বজনদের কাছে এই তথ্য পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছে, যাতে কেউ প্রয়োজনীয় সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়।

Share This Article