ভেদরগঞ্জে ইউএনও’র সঙ্গে ক্লিনিক মালিকদের মতবিনিময়

বাংলাদেশ চিত্র ডেস্ক

শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারি ক্লিনিক,ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। যেখানে সরকারি স্বাস্থ্যনীতি, লাইসেন্স নবায়ন, ক্লিনিক পরিচালনা বিধি, ও জনস্বাস্থ্যের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কুমার পোদ্দার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কে. এম. রাফসান রাব্বি। সভায় ক্লিনিক মালিকদের পাশাপাশি জনপ্রতিনিধি, ঔষধ ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু আবদুল্লাহ খান বলেন, “জনস্বাস্থ্য রক্ষা ও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে সরকারি বিধি-নিষেধ মেনে ক্লিনিক পরিচালনা করতে হবে। রোগীর জীবন নিয়ে কোন প্রকার অবহেলা বা বাণিজ্যিক মনোভাব গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অনুমোদনবিহীনভাবে পরিচালিত হচ্ছে, তাদের দ্রুত লাইসেন্স নবায়ন করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের একমাস সময় দেওয়া হলো।

সভায় মালিকরা তাদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। ইউএনও তাদের আশ্বস্ত করে বলেন, আপনারা নিয়ম মেনে সেবা দিন, প্রশাসন সবসময় সহযোগিতায় থাকবে।
সভা শেষে উপস্থিতরা নিয়মিত স্বাস্থ্যসেবা মান উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share This Article