ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ত্বরান্বিত করতে আজ সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। একই সময়, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চলতি সপ্তাহের মধ্যে শেষ হওয়ার কথা।
গতকাল রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, গত ২০ অক্টোবরের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের কথা থাকলেও ছয়দিন পেরোনোর পরও তা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে। কিছু সংশোধনের প্রস্তাব এসেছিল, সেটাও করা হয়েছে। সোমবার সকালে ব্রিফ করা হবে।’
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কখন সম্পন্ন হবে, ‘এ বিষয়ে তিনি বলেন, দল নিবন্ধনের অগ্রগতির তথ্য মাঠপর্যায় থেকে এসেছে। আমরা তা পর্যালোচনা করছি। এই সপ্তাহের মধ্যে প্রক্রিয়া শেষ করা হবে। কারণ আমাদেরও দায়িত্ব রয়েছে, আমাদের পক্ষ থেকে তাগিদও রয়েছে।’
ইসি সচিব আরও বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী সবকিছু শতভাগ একসাথে শেষ করা যায় না। পরিস্থিতি অনুযায়ী কিছু বিষয় সমন্বয় করা প্রয়োজন হয়। কিছু কাজ আগে সম্পন্ন হয়েছে, কিছু বিষয়ে অপেক্ষা করতে হয়েছে, আর কিছু বিষয়ে আরেকটু সময় নিতে হবে। নির্দিষ্ট সময় অনুযায়ী সব কাজ করা সবসময় সম্ভব নয়।’